Howrah

Mar 30 2023, 07:43

*নিষ্ঠার সঙ্গে শতবর্ষী এক মহিলার প্রাণ বাঁচিয়ে জন্মদিন পালন করলো হাসপাতাল*

হাওড়া: এক শতবর্ষী মহিলা রোগীকে ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে অনিয়ন্ত্রিত পেটের সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছিল৷ তিনি ডাঃ সঞ্জয় ঘোষ, ডাঃ আশিস কুমার ভট্টাচার্য এবং বিভাগীয় রেলওয়ে হাসপাতালের পুরো মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এখন সম্পূর্ণ সুস্থ হওয়ায় আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।

অন্যদিকে তিনি আজই ১০৩তম জন্মদিনে পা রাখছেন। বর্তমানে তিনি হাওড়ার কদমতলায় মেয়ের সঙ্গে থাকেন।তিনি নিজের অসুস্থ হলেও হাসপাতালের সবাইকে তিনি আর্শীবাদ করেছেন। 

   টিম হাওড়া অর্থোপেডিক তাকে তার স্বাস্থ্যকর জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে এবং হাসপাতালে তার জন্মদিন উদযাপন করেছে। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময়, তিনি চিকিত্সক এবং চিকিৎসা কর্মীদের নিষ্ঠার প্রশংসা করেন এবং সকলকেই তিনি আর্শীবাদ করেন। 

Howrah

Mar 29 2023, 20:07

ভারত এক্সপ্রেসের মেনটেনেন্স ইউনিটের উদ্বোধন


হাওড়া: পূর্ব রেলের ঝিল সাইডিং ডিপোতে বন্দে ভারত এক্সপ্রেসের মেনটেনেন্স ইউনিট তৈরি করা হল। আজ এই ইউনিটের উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন অরোরা। এদিন তিনি বলেন অত্যাধুনিক এই কোচিং কমপ্লেক্সে বন্দে ভারত এক্সপ্রেস এর মেইনটেনেন্স এর কাজ হবে। ত্রিতল বিশিষ্ট এই কোচিং কমপ্লেক্স এ ট্রেন ঢোকার পর নিচের অংশ, মাঝে অংশ এবং উপরের অংশ বিভিন্ন তল থেকে দেখা যাবে।

আজ প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করা হল। খরচ হয়েছে ১৪০ কোটি টাকা। এরপর এই কোচিং কমপ্লেক্সের গতিশক্তি প্রকল্পে ফেজ টু এবং থ্রি পর্যায়ের কাজ হবে। খরচ হবে ১০৩ কোটি এবং ৬৪ কোটি টাকা। এটি তখন বন্দে ভারত এক্সপ্রেসের পূর্ণাঙ্গ কোচিং কমপ্লেক্সে পরিণত হবে যেখানে ১৮ কোচের ট্রেন সম্পূর্ণভাবে দেখভাল করা হবে।

এদিন তিনি আরো বলেন ভবিষ্যতের কথা চিন্তা করে হাওড়া স্টেশনের সিস্টার স্টেশন হিসেবে পূর্ব রেলের ডানকুনি স্টেশনকে তৈরি করা হচ্ছে। সেখানে দূরপাল্লার ট্রেনের মেনটেনেন্স এর জন্য অত্যাধুনিক কোচিং কমপ্লেক্স তৈরি করা হবে।একসঙ্গে ৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস ওখানে থাকতে পারবে। এদিন তিনি আরো বলেন বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছোড়ার ঘটনা আটকাতে সামাজিক সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। কারণ ট্রেনটি জনগণের সম্পত্তি। সেটা রক্ষা করতে তাদেরই এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।

Howrah

Mar 28 2023, 12:29

*সড়ক পথেই আজ বেলুড় এলেন রাষ্ট্রপতি*

হাওড়া: বঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ সড়ক পথেই বেলুড় মঠে এলেন রাষ্ট্রপতি। তাঁর এই যাত্রাপথকে নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সমগ্র যাত্রাপথ। এদিন সকালে রাষ্ট্রপতির বেলুড় মঠে সফরের জন্য হাওড়াতেও শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তাঁর সফরের জন্য মঙ্গলবার সকাল থেকেই হাওড়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে এই প্রথম রাজ্যে ২ দিনের সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আজ সকালে বেলুড় মঠ দর্শন করেন তিনি।প্রায় ঘন্টাখানেক বেলুড় মঠে থাকেন তিনি। এদিন বেলুড় মঠ দর্শন ছাড়াও তাঁর কলকাতা ও শান্তিনিকেতনে আরও দুটি অনুষ্ঠান রয়েছে। এদিন বেলুড় মঠের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মঙ্গলবার সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত রাষ্ট্রপতির সেখানে থাকাকালীন সময়ে দর্শক ও ভক্তবৃন্দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।রাষ্ট্রপতি শ্রীরামকৃষ্ণের মূল মন্দির, স্বামী বিবেকানন্দের আবাসগৃহ সহ মঠের অন্য মন্দির সমূহ দর্শন করেন। রাষ্ট্রপতির হাতে মঠের পক্ষ থেকে বেশ কিছু স্মারক ও প্রসাদী শাড়ি, ফল ও শাল তুলে দেওয়া হয়।

Howrah

Mar 28 2023, 10:47

*১ কোটি টাকা জরিমানা আদায় করল সাঁতরাগাছি স্টেশনের টিকিট পরীক্ষক*

হাওড়া: দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিসনে সাতরাগাছি স্টেশনের কার্যরত টিকিট চেকিং স্টাফ পি কে দাস ২০২৩ চলতি বছরে ২৬ মার্চ পর্যন্ত এক কোটি টাকা বিনা টিকিট যাত্রা করার যাত্রীদের থেকে ফাইন করে রেলের খাতায় জমা করেছেন ।তার জন্য খড়গপুর ডিভিজন সিনিয়র ডিসিএম রাকেশ কুমার তাকে তার কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, পিকে দাস প্রায় ৩০৪ দিন কাজ করে ১১ হাজার ৮১৬ টি বেআইনিভাবে বিনা টিকিট যাত্রা করার যাত্রীদের কাছ থেকে এক কোটি বাইশ হাজার ২ ৭০ টাকা আদায় করে দক্ষিণ পূর্ব রেলের খাতায় জমা করেছেন। রাকেশ কুমার আরো জানান, গত বছরের এই ডিভিশনের তুলনায় এইবার ৪২১ পারসেন্ট বেশি আয় হয়েছে ।তার জন্য তাকে সম্মান জানানো হয়েছে।

Howrah

Mar 28 2023, 09:22

*গঙ্গার ঘাটে ২ নাবালকের দেহ উদ্ধার*


হাওড়া: সাকরাইল থানার অন্তর্গত পাঁচপাড়া গঙ্গার ঘাটে দুই নাবালকের দেহ উদ্ধার।দুজনের বয়স অনুমানিক এগারো থেকে বারো বছর।পরিচয় পাওয়া যায়নি।একজনের পরনে ছিল কালো রঙের হাফ প্যান্ট।অন্যজনের সাদা রঙের।গায়ে কিছুই ছিল না।ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ।দুজনের ছবি পাঠানো হয়েছে বিভিন্ন থানাতে।কিভাবে দুজন নাবালকের দেহ একইসাথে গঙ্গায় ভেসে এল তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

Howrah

Mar 28 2023, 08:25

*রাষ্ট্রপতির পরির্দশনের আগে নিরাপত্তায় ঘেরা বেলুড় মঠ*

বেলুড় মঠ পরিদর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।পরিদর্শনের আগে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই হাওড়া সিটি পুলিশের নগরপাল সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারা প্রস্তুতি পরিদর্শনে।সম্ভবত সকাল নটা নাগাদ বেলুড় মঠে প্রবেশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শনেই বেলুড় মঠে আশা। জানা যাচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূল মন্দির, মা সারদা দেবীর মন্দির সহ স্বামীজি ও ব্রহ্মান্দজীর মন্দির পরিদর্শন।পাশাপাশি অধ্যক্ষ মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করা সম্ভাবনা রয়েছে।

সকাল ন'টা থেকে সাড়ে নটা পর্যন্ত মঠেই থাকার কথা রাষ্ট্রপতির এরপর শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাষ্ট্রপতির বেলুড় মঠ সফরের আগেই বালি বেলুড় অঞ্চল সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

Howrah

Mar 27 2023, 20:07

*বাসিন্দাদের বিরুদ্ধে তিনটি সারমেয়কে হত্যার অভিযোগ*

সারমেয় হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায়।

একটি সারমেয়র মুখ ও পা বাঁধা মৃতদেহ উদ্ধার। সারমেয় হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায়।এখানে একটি অভিজাত আবাসনের কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে তিনটি সারমেয়কে হত্যার অভিযোগ ওঠে।বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের।তদন্তে পুলিশ। 

    

 হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায় রয়েছে রবীন্দ্র নগর কমপ্লেক্স।এখানে সাতটি রাস্তার সারমেয় থাকতো দীর্ঘদিন ধরে।যারমধ্যে তিনটি সারমেয়কে গত পরশু থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।আবাসনের অধিকাংশ বাসিন্দা ও পশুপ্রেমীরা খোঁজাখুঁজি শুরু করে।আজ দুপুরে ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে ঝোপ থেকে একটি সারমেয়র মৃতদেহ পাওয়া যায়।যার পা ও মুখ বাঁধা ছিলো।

এঘটনায় চাঞ্চল্য ছড়ায়।পশু প্রেমী সব্যসাচী চক্রবর্তী জানান পূর্ব পরিকল্পিতভাবে সারমেয়টি খুন করা হয়েছে।আবাসনের মধ্যে সারমেয়গুলি খুন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।কয়েকজন আবাসিক এই ঘটনায় যুক্ত।ঘটনার সময় আবাসনের সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিলো।বি গার্ডেন থানায় এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।আজ সন্ধ্যায় পুলিশ তদন্ত করতে আবাসনে আসে।অবশ্য যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পাওয়া যায়নি।আবাসনের লোলিত টেমপারিয়া জানান অত্যন্ত নিন্দনীয় ঘটনা।পুলিশ সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক এটাই তাদের দাবী।

Howrah

Mar 27 2023, 16:26

*রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ*

রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ। আজ দুপুরে জেলাশাসকের বাংলার কাছে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে রাফ এবং পুলিশ। 

ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে রাখে।বিজেপি কর্মীরা ব্যারিকেড টপকে এগোতে গেলে পুলিশের সাথে বচসা শুরু হয়।ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে।কয়েকজন প্রতিনিধি জেলা শাসক অফিসে ডেপুটেশন জমা দেন।

Howrah

Mar 27 2023, 15:38

*চোয়াল ফুঁড়ে ঢুকে গেছিলো রড, প্রাণে বাঁচলো শিশু*

চোয়াল ফুঁড়ে ঢুকে গেছিলো রড।প্রায় পাঁচ ঘণ্টা সেই রড আটকে ছিলো এক বালকের মুখে।জটিল অস্ত্রপচার করে ওই বালকের প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা।

        

হাওড়ার বাকসারা এলাকার বাদিন্দা আদিত্য শর্মা(১১)।সপ্তম শ্রেণীর ছাত্র।গত আঠারো তারিখ বাড়ির সামনে ফুটবল খেলছিলো।সেই বল চলে যায় মাঠ সংলগ্ন পার্কে।বল আনতে গিয়ে পার্কের লোহার রেলিং টপকাতে গিয়ে পড়ে যায়।তখনই রেলিংয়ে বেরিয়ে থাকা রড তার চোয়াল ফুঁড়ে ঢুকে যায়।আদিত্যর মা গীতা শর্মা জানান ওই অবস্থায় তার ছেলে প্রায় এক ঘন্টার বেশী সময় ছিলো।

প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো।এরপর লোহার রড কেটে আদিত্যকে নিয়ে আসা হয় নারায়না সুপার স্পেশ্যালিটি হসপিটালে।বাঁচার আশা প্রায় ছিলো না।চিকিৎসক(ম্যাক্স জিলো ফেসিয়াল সার্জেন) রামানুজ ঘোষ জানান সঙ্গে সঙ্গে তারা মেডিকেল বোর্ড তৈরি করেন।প্রাণহানির আশংকা ছিলো।কারন যেভাবে রড ঢুকেছিলো তা শ্বাসনালিতে আটকে যেতে পারতো।প্রায় তিন ঘন্টা জটিল অস্ত্রপচার করে রড বের করা হয়।হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আদিত্য জানায় এখন সে অনেকটাই সুস্থ।চিকিৎসকেরা জানান এখন পুরোপুরি বিপদমুক্ত আদিত্য।হাসপাতাল ও চিকিৎসকদের ভূমিকায় খুশি পরিবার।

বাইট..১..রামানুজ ঘোষ(চিকিৎসক)

২..গীতা শর্মা(মা)

৩..আদিত্য শর্মা(রোগী)

Howrah

Mar 26 2023, 18:40

*রাহুল গান্ধী ইস্যুতে কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচী*

হাওড়া:হাওড়া ময়দানে হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন কংগ্রেস কর্মীরা।এদিন অবস্থান স্থল থেকে বিজেপি বিরোধী জোটের আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সম্পাদক সন্দীপ জয়শোয়াল।কংগ্রেস নেতা দীপক ব্যানার্জি বলেন, "চোরদের চোর বলার অপরাধে চক্রান্ত করে সাজা দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে।

আদালত ৩০ দিন সময় দিলেও তাকে সুযোগ না দিয়ে ২৪ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হল। এটা একটা চক্রান্ত বলে তারা মনে করছেন"।